
ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারী ও বেসরকারী অ্যাম্বুলেন্স চালকদের ট্রাফিক নিয়ম পালন করার বিষয়ে সচেতনতা শিবির শুরু হল বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার এই শিবিরে অ্যাম্বুলেন্স চালকদের পাশাপাশি হাজির ছিলেন বর্ধমান হাসপাতালের সুপার ডা. উৎপল দাঁ, হাসপাতালের পুলিশ ক্যাম্পের আধিকারিক কল্লোল কবিরাজ, ডিএসপি (ট্রাফিক)প্রদীপ মন্ডল, বর্ধমান থানার আইসি তুষার কান্তি কর, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কাউন্সিলার সুশান্ত প্রামাণিক প্রমুখ।
সম্প্রতি মুর্শিদাবাদের মথুরাপুরের কাছে ৩৪নং জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে আগুন ধরে গিয়ে জীবন্ত পুড়ে মারা যান বহরমপুরের গীতারাম হাসপাতালের ৩ কর্মী সহ অ্যাম্বুলেন্স চালক। এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারী ও বেসরকারী সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করা এবং ট্রাফিক নিয়ম পালন করার ওপর জোর দেওয়ার জন্য নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজিকে।
ডিএসপি (ট্রাফিক) প্রদীপ মণ্ডল জানিয়েছেন, মুর্শিদাবাদের ঘটনার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিজিকে সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের গাড়ি চালানোর নিয়ম সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিতে বলেছেন। এদিন ডিজির নির্দেশেই এই শিবির করা হয়েছে।তিনি বলেন,দ্রুততার সাথে রোগী নিয়ে যেতে গিয়ে প্রায়ই ট্রাফিক নিয়ম ভঙ্গ করে চালকরা । এমনকি মাঝে মধ্যেই ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার মুখেও পড়তে হচ্ছে রোগী সহ গাড়ি চালককে। এই প্রবণতা রোধ করে একদিকে দুর্ঘটনা কমানো, অন্যদিকে অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করাই এই শিবিরের লক্ষ্য।
ছবি - সুরজ প্রসাদ
