Headlines
Loading...
ছেলেকে জামা কিনে দিতে না পারায় অশান্তির জেরে আত্মঘাতি দিনমজুর বাবা।

ছেলেকে জামা কিনে দিতে না পারায় অশান্তির জেরে আত্মঘাতি দিনমজুর বাবা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : স্ত্রী তাঁদের দেড় বছরের পুত্র সন্তানের জন্য স্বামীকে একটা নতুন জামা কিনে দিতে বলেছিলো। দিনমজুর স্বামী অর্থের অভাবে তা কিনে দিতে পারেনি। তার জেরে শুরু হয় অশান্তি। আর অশান্তি সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো স্বামী মঙ্গল মালিক (২৪)।ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারী থানার সেকপুর এলাকায়। পুলিশ শুক্রুবার সকালে বাড়ির সবার ঘর থেকে মঙ্গল মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান পাঠায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার মৃতের স্ত্রী পুজা মালিকের এক আত্মীয়ের ছেলের অন্নপ্রাশন ছিল। অনুষ্ঠান বাড়ি যাবার জন্য স্বামীকে ছেলের জন্য নতুন জামা কিনে দিতে বলেছিলেন স্ত্রী। কিন্তু অর্থের অভাবে স্বামী কিনে দিতে না পারায় অশান্তির জেরে গলায় গামছার ফাঁসে আত্মঘাতী হন।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});