
কৌশিক রায়,নদীয়া :আজ সকালে অফিস টাইমে শিয়ালদা -কৃষ্ণনগর শাখার কাঁচরাপাড়া স্টেশন হঠাৎ যাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে সামিল হয় পুরুষ ও মহিলা যাত্রীরা। পুরুষ যাত্রীদের দাবি সকাল বেলা অফিস টাইমে যেখানে ট্রেনে প্রচুর ভিড় থাকে সেখানে এক ট্রেন থেকে বগি কমিয়ে লেডিস স্পেশাল এর সাথে জুড়ে দেওয়া ঠিক নয়। এমনিতেই অফিস টাইমে ট্রেনে প্রচুর ভিড় থাকে। যেখানে ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার, তার জায়গায় ট্রেন থেকে বগি খুলে লেডিস স্পেশালে লাগানো হয়েছে।নিত্যযাত্রীদের এইরূপ অসুবিধার সম্মুখীন করা ট্রেন কর্তৃপক্ষের উচিত নয়। মহিলা যাত্রীদের দাবি, তাদের লেডিস স্পেশাল এর বগি কমানো যাবেনা।

এদিকে একই স্টেশনে আপ ও ডাউন প্লাটফর্মে পুরুষ যাত্রী ও মহিলা যাত্রী একসঙ্গে অবরোধ করায় ও বিক্ষোভ দেখানোয় স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। থমকে যায় শিয়ালদা - কৃষ্ণনগর শাখার আপ ও ডাউন এর ট্রেন চলাচল।
ঘটনা সূত্রে জানা যায় আজ সকালে ডাউন ১২ বগির রানাঘাট লোকালের থেকে বগি কমিয়ে জুড়ে দেওয়া হয় লেডিস স্পেসলে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ ও অবরোধ।
আজকের এই অবরোধের ফলে ভীড় ও যানজটে নাকাল হলেন সাধারণ যাত্রী থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন। সুযোগ বুঝে চড়া ভাড়া হাঁকাতে শুরু করেছে ছোটো গাড়ী গুলো।
পরে পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
