ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুর:
দোকানের নিচ দিয়ে গর্ত খুঁড়ে চুরি হল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার গিট্টিমোড় এলাকায়। একই কায়দায় পর পর দুটি দোকানে চুরি হয়। শনিবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে দোকান মালিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। চুরির ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে গণপিটুনি দেন এলাকার বাসিন্দারা। এরপর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এদের মধ্যে একজন স্থানীয় সিভিক ভলান্টিয়ারের ভাই বলে জানা গেছে।
দোকানের নিচ দিয়ে গর্ত খুঁড়ে চুরি হল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার গিট্টিমোড় এলাকায়। একই কায়দায় পর পর দুটি দোকানে চুরি হয়। শনিবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে দোকান মালিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। চুরির ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে গণপিটুনি দেন এলাকার বাসিন্দারা। এরপর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এদের মধ্যে একজন স্থানীয় সিভিক ভলান্টিয়ারের ভাই বলে জানা গেছে।
দোকান মালিক জানিয়েছেন, মোবাইল ও স্টেশনারি দোকান মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।বংশীহারী থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে গিট্টিমোড়। একটু দূরেই রয়েছে বংশীহারী হাইস্কুল। ঘন জনবসতিপূর্ণ এলাকায় চুরি হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। রোজকার মতো গত রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান উজ্জ্বল হালদার ও অনন্ত সন্ন্যাসী। এরপর আজ সকালে দোকান খুলতে গিয়ে দেখেন, ভিতরের জিনিস সব লন্ডভন্ড অবস্থায় পরে রয়েছে। তারপর দেখেন দোকানের নিচে মাটি খুঁড়ে গর্ত বানানো হয়েছে। এরপরই চুরির বিষয়টি নজরে আসে।খবর পেয়ে ঘটনাস্থানে আসে বংশীহারী থানার পুলিশ। শুরু হয় চুরির ঘটনার তদন্ত। স্টেশনারি নানান জিনিস, মোবাইল হ্যান্ড সেট, নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গেছে বলে দুই দোকানের মালিক জানিয়েছেন।

