Headlines
Loading...
সকাল থেকে বৃষ্টিতে নাকাল রাজ্য সহ জেলাবাসী।

সকাল থেকে বৃষ্টিতে নাকাল রাজ্য সহ জেলাবাসী।


ফোকাস বেঙ্গল ডেস্কঃপূর্বাভাস আগেই ছিল। সেইমতো বুধবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টিতে নাকাল রাজ্যের কলকাতা সহ পার্শবর্তী জেলাগুলি। তবে আগামী দুদিন যে এই পরিস্থিতি চলতে থাকবে সে ব্যাপারে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। সুতরাং সপ্তাহের মাঝে কাজের দিনে সমস্যায় পড়েছেন রাজ্যবাসী। 

বুধবার ভোর রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে আকাশের মুখ ভার দেখে অনেকেই প্রাতঃভ্রমণে বেরোতে পারেননি। শিশুদেরও স্কুলে পাঠাননি অনেক বাবা মাই।

হাওয়া অফিসে সূত্রে জানা গিয়েছে, বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাস্প এই রাজ্যে ঢুকে পরায় আগামী দু দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। সঙ্গে সকালের দিকে মেঘলা আকাশ ও কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা না থালেও চলতি মাসের শেষ দিকে এই রাজ্যে শীতের আগমন ঘটবে বলে জানিয়ে রেখেছে আবহওয়া দপ্তর। 

এদিকে রাজ্য জুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় নতুন করে এই বৃষ্টি চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যবাসীর কপালে। শুকনো ডোবা,নালাগুলো আবার জলে ভরে উঠলে মশার উৎপাত বাড়ার আশংকা তৈরী হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});