ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বৃহস্পতিবার গভীর রাত্রে একটি ষ্টেশনারী দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আগুনে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ৯নং ওয়ার্ডের কবরখানা এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার প্রায় রাত ২টো নাগাদ হটাৎই দোকানটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রতিবেশীরাই পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলকেও। কিন্তু প্রায় আগুন নিভে আসার পর দমকল এসে পৌঁছানোয় রীতিমত ক্ষোভ সৃষ্টি হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ষ্টেশনারী এই দোকানের বিদ্যুত লাইনের ত্রুটি থেকেই এই আগুন লেগেছে। ছবি - ইন্টারনেট

