Headlines
Loading...
পূর্ব বর্ধমানের ২নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় রাশ টানতে রাজ্য পুলিশের পরিদর্শন।

পূর্ব বর্ধমানের ২নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় রাশ টানতে রাজ্য পুলিশের পরিদর্শন।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:২নম্বর জাতীয় সড়কে উত্তরোত্তর বেড়ে চলা প্রাণঘাতী দুর্ঘটনায় রাশ টানতে এবার পূর্ব বর্ধমানে পরিদর্শনে এলেন খোদ রাজ্য পুলিশের এডিজি ট্রাফিক বিবেক সহায় ও ডিআইজি ট্রাফিক দেবাশীষ বড়াল। শুক্রুবার জামালপুর থেকে পূর্ব বর্ধমানের গলসি পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তা সরজমিনে খতিয়ে দেখেন তাঁরা।


এডিজি  ট্রাফিক বিবেক সহায় এদিন বলেন, সাম্প্রতিক দুর্ঘটনস্থলগুলির স্পট বাই স্পট ঘুরে দেখা হয়েছে, ইতিমধ্যে তদন্তও হয়েছে। তদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে আমরা এসেছি। এছাড়াও এন এইচ ২ এর ওপর দুর্ঘটনা ঘটেছে প্রায় ৩০টি কেস এর এদিন রিপোর্ট জেলা পুলিশের কাছে চাওয়া হয়েছিল। তিনি বলেন, বাইক রেসিং এর মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে। যে সমস্ত রাস্তাগুলো অন্যান গুরুত্বপূর্ণ রাস্তার সঙ্গে এসে মিশছে সেখানে আর কি কি ভাবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা যায়, সিগনালিং ব্যাবস্থার কি পরিবর্তন আনা যায় ইত্যাদি বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। জেলা পুলিশ এই ব্যাপারে সম্পূর্ণ রিপোর্ট পাঠালে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


এদিন যানজট এড়িয়ে সাধারণ মানুষের যাতায়াতের জন্য শক্তিগড়, উল্লাস ও নবাবহাটে  ফ্লাইওভারের দাবীর বিষয়ে বিবেক সহায় বলেন,২নং জাতীয় সড়ক কতৃপক্ষের সঙ্গে আলোচনার সময় এই প্রস্তাব রাখা হবে। 
তিনি বলেন সারাদিনের বিশেষ কয়েকটি সময়ে দুর্ঘটনার পরিমান বেশি দেখা গেছে। ভোর বেলায় চালকরা ঘুমিয়ে পড়লে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এর জন্য নির্দিষ্ট সময় অন্তর রাস্তায় বিশেষ শব্দ চালু করার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। দ্রুত গতির বাইক আরোহীদের নিয়ন্ত্রণে আনতেও কয়েকটি বিশেষ ব্যবস্থা চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। 
এদিন পুলিশের রাজ্য আধিকারিকদের সঙ্গে পরিদর্শনে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পুষ্পা,ডিএসপি ( হেড কোয়ার্টার )চন্দন ঘোষ,ডিএসপি ট্রাফিক প্রদীপ মন্ডল,শক্তিগড় থানার আই সি অরুন সোম প্রমুখ।
                                                                                                              ছবি - সুরজ প্রসাদ   




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});