সুব্রত চক্রবর্তী ,মেমারি:সোমবার সকালে মেমারির পারিজাত নগরে বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা। যদিও এই দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মেমারি - তারকেশ্বর রোড অবরোধ করে। পারিজাত নগরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,মেমারি - তারকেশ্বর রোডের এই জায়গায় গত তিন বছরে ১২ বার দুর্ঘটনা ঘটেছে। আর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭জন। যার মধ্যে ঘটনাস্থলেই মারা গেছেন ৪জন। সম্প্রতি কালীপূজার রাতে এই এলাকায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দুজন বাইক আরোহী প্রাণ হারিয়েছিল। আরো দুজন গুরুতর আহত হয়ে বর্ধমান ও কলকাতায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিল। গ্রামবাসীরা জানিয়েছেন, কালীপুজোর প্রায় ১৫ দিন আগে এই একই জায়গায় লিপিকা বিশ্বাস নামে এক মহিলা লরির চাকায় পিষ্ট হয়ে মারা গিয়েছিলেন।
স্বাভাবিকভাবেই পারিজাতনগরের এই রাস্তা এখন স্থানীয়দের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে। পুলিশের পক্ষ থেকে রাস্তার মোড়ে ব্যারিকেড করার পরেও দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এলাকাবাসীদের পক্ষ থেকে রাস্তায় হাম্প তৈরী করা হয়েছে। তবু দুর্ঘটনা আটকানো যাচ্ছে না।
স্বাভাবিকভাবেই পারিজাতনগরের এই রাস্তা এখন স্থানীয়দের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে। পুলিশের পক্ষ থেকে রাস্তার মোড়ে ব্যারিকেড করার পরেও দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এলাকাবাসীদের পক্ষ থেকে রাস্তায় হাম্প তৈরী করা হয়েছে। তবু দুর্ঘটনা আটকানো যাচ্ছে না।