ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান জেলা ভাগের পর সোমবার প্রথম পূর্ব বর্ধমান জেলা পরিষদের আগামী ২০১৮ আর্থিক বছরের জন্য খসড়া বাজেট পেশ হল। বাজেট বরাদ্দ ধরা হয়েছে ৫৩৯ কোটি টাকা। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানান, চলতি ২০১৭ সালে বর্ধমান জেলা পরিষদের যে বাজেট পেশ করা হয়েছিল তা ছিল অভিন্ন বর্ধমান জেলার বাজেট। কিন্তু জেলা ভাগের পর প্রথম পূর্ব বর্ধমান জেলার এই খসড়া বাজেট পেশ করা হল। তিনি জানান, এদিন পেশ করা এই খসড়া বাজেট নিয়ে আগামী ১৫দিন পর আবার সাধারণ সভায় আলোচনা করা হবে। সেক্ষেত্রে বাজেট বরাদ্দ আরও বৃদ্ধি পেতে পারে। আগামী ২০১৮ আর্থিক বছরে পূর্ত ও জনস্বাস্থ্য দপ্তরের জন্য এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে । অধিক গুরুত্ব দেওয়া হয়েছে আবাস যোজনা, মিশন নির্মল বাংলা প্রকল্পে।