Headlines
Loading...
শুক্রবার রাত্রে গলসির বিএসএনএল অফিসে আগুন। চাঞ্চল্য।

শুক্রবার রাত্রে গলসির বিএসএনএল অফিসে আগুন। চাঞ্চল্য।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান : শুক্রবার রাতে গলসির বিএস এন এল অফিসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় গলসি চৌমাথা মোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।দমকলের প্রাথমিকভাবে অনুমান শর্ট শার্কিটের কারনেই আগুন লেগে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে,গলসি চৌমাথা থেকে খেতুরা গ্রামের দিকে যাওয়ার পথে বি এস এন এল অফিসে শুক্রবার রাতের দিকে আগুন লাগে। ওই অফিসের সামনে বেশ কিছু ফাইবার পরে থাকায় আগুন সেই ফাইবারে লাগতেই দাউদাউ করে জ্বলতে থাকে। পাশেই ছিল ইলেকট্রিকের একটা ট্রান্সফর্মার। সেই ট্রান্সফর্মারে আগুন লেগে যায়।দমকলের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ দপ্তরেও খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে ঘটনায় কেউ হতাহত হয়নি। বিএসএনএল সূত্রে জানা গেছে, আগুনে লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
                                                                                                                                    ছবি - ইন্টারনেট


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});