Headlines
Loading...
রীতি ভেঙে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তিন বছরের সমাবর্তন উৎসব একসঙ্গে সংস্কৃতি লোকমঞ্চে।

রীতি ভেঙে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তিন বছরের সমাবর্তন উৎসব একসঙ্গে সংস্কৃতি লোকমঞ্চে।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রীতিভেঙ্গে আগামী ১ ডিসেম্বর পরপর ৩ বছরের কনভোকেশন অনুষ্ঠান হতে চলেছে সংস্কৃতি লোকমঞ্চে। এতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসেই অনুষ্ঠিত হত। দীর্ঘদিনের রীতি ভেঙ্গে সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এই কনভোকেশন। যদিও এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দেবকুমার পাঁজা জানান, এর আগেও প্রায় ১০-১২ বছর আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে কনভোকেশন অনুষ্ঠিত হয়েছিল। তিনি জানান, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের অঙ্গ হিসাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামকে সম্পূর্ণ আধুনিকীকরণ করা হচ্ছে। সেজন্যই কনভোকেশনের অনুষ্ঠান বাইরে করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন পর্ব বন্ধ। তা নিয়ে ছাত্রছাত্রী মহলে রীতিমত ক্ষোভ রয়েছে।

সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নেন অধ্যাপক নিমাই সাহা। মূলত, তিনি দায়িত্ব নেবার পরই প্রথম উল্লেখযোগ্যভাবেই কাজে হাত দেন পরীক্ষার রেজাল্ট সঠিক সময়ে বার করার জন্য। সেই কাজে সফলতা পাবার পাশাপাশি বন্ধ থাকা কনভোকেশন করার বিষয়টিও তিনি গুরুত্ব দেন। রেজিষ্টার জানান, গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়াম তথা কনভোকেশনের জায়গার
আধুনিকীকরণের বিষয়টি সম্পূর্ণ হতে আরও কিছু সময় লাগবে। কিন্তু যেহেতু চলতি বছর নিয়ে পরপর ৩ বছর ছাত্রছাত্রীদের সার্টিফিকেট, মেডেল প্রভৃতি তাঁরা দিতে পারছেন না, তাই সেই বিষয়টিকে আর আটকে না রাখতেই এবার সংস্কৃতি লোকমঞ্চে এই কনভোকেশনের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগে যাঁরা স্বর্ণপদক প্রাপক ২০১৪ সালে
তাদের সংখ্যা ৪০, ২০১৫ সালে ৪০ এবং ২০১৬ সালে ৪১ জন। ২০১৪ সালে মাষ্টারডিগ্রী প্রাপকদের সংক্যা ২১ জন। ২০১৫ সালে ৩১ জন এবং ২০১৬ সালে ২৬ জন। এছাড়াও রয়েছে বিএ,বিএসসি, বিকম সহ অন্যান্য বিভাগের পুরষ্কার প্রাপকরাও
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});