ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:এবছর কি 'বর্ধমান পৌর উৎসব' পায়রা উৎসবে রূপান্তরিত হচ্ছে?
আগামী ২৩ থেকে ৩১ ডিসেম্বর বর্ধমানের উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলা বর্ধমান পৌর উৎসবের প্রচার ফ্লেক্স দেখে কিন্তু শহরবাসীর মনে এই সন্দেহই তৈরী হয়েছে।
শহর জুড়ে লাগানো সুদৃশ্য রঙীন ফ্লেক্সে ইংরেজিতে উল্লেখ করা হয়েছে ২৩-৩১ ডিসেম্বর উৎসব ময়দানে শুরু হতে চলেছে 'বর্ধমান পায়রা উৎসব'। এমনকি অনুষ্ঠান উপলক্ষে আগ্রহী প্রতিযোগীদের উদ্দেশ্যে বাংলাতেই লেখা হয়েছে মূল মঞ্চের পরিবর্তে "মূলমুচে অনুষ্ঠান করতে"।
অনেকেই তা নিয়ে রসিকতা করে বলতে শুরু করেছেন ওটা আসলে হতে পারত মুচমুচে অনুষ্ঠান।
এদিকে এই খবর পাওয়ার পরেই পৌরসভার উদ্যোগে ফ্লেক্স খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই বর্ধমান পৌরসভার উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহি উৎসবের প্রচারে এহেন ভুল কেউ মেনে নিতে পারছেন না।
বুধবার এই ভুলে ভরা ফ্লেক্সের বিষয়ে বর্ধমান পুরসভার সেক্রেটারী জয়রঞ্জন সেন জানান, কিভাবে এই ভুল হল তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমের কাছ থেকে বিষয়টি জানতে পারার পর সমস্ত ফ্লেক্সকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কাদের জন্য এই ভুল তাও খতিয়ে দেখা হচ্ছে।
আগামী ২৩ থেকে ৩১ ডিসেম্বর বর্ধমানের উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলা বর্ধমান পৌর উৎসবের প্রচার ফ্লেক্স দেখে কিন্তু শহরবাসীর মনে এই সন্দেহই তৈরী হয়েছে।
শহর জুড়ে লাগানো সুদৃশ্য রঙীন ফ্লেক্সে ইংরেজিতে উল্লেখ করা হয়েছে ২৩-৩১ ডিসেম্বর উৎসব ময়দানে শুরু হতে চলেছে 'বর্ধমান পায়রা উৎসব'। এমনকি অনুষ্ঠান উপলক্ষে আগ্রহী প্রতিযোগীদের উদ্দেশ্যে বাংলাতেই লেখা হয়েছে মূল মঞ্চের পরিবর্তে "মূলমুচে অনুষ্ঠান করতে"।
অনেকেই তা নিয়ে রসিকতা করে বলতে শুরু করেছেন ওটা আসলে হতে পারত মুচমুচে অনুষ্ঠান।
এদিকে এই খবর পাওয়ার পরেই পৌরসভার উদ্যোগে ফ্লেক্স খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই বর্ধমান পৌরসভার উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহি উৎসবের প্রচারে এহেন ভুল কেউ মেনে নিতে পারছেন না।
বুধবার এই ভুলে ভরা ফ্লেক্সের বিষয়ে বর্ধমান পুরসভার সেক্রেটারী জয়রঞ্জন সেন জানান, কিভাবে এই ভুল হল তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমের কাছ থেকে বিষয়টি জানতে পারার পর সমস্ত ফ্লেক্সকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কাদের জন্য এই ভুল তাও খতিয়ে দেখা হচ্ছে।