Headlines
Loading...
রেল লাইন পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বন্দর শ্রমিকের মৃত্যু।

রেল লাইন পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বন্দর শ্রমিকের মৃত্যু।

ফোকাস বেঙ্গল ডেস্ক,হলদিয়া: সাইকেল নিয়ে রেল লাইন পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বন্দর শ্রমিকের। মৃতের নাম রাজেশ শর্মা (৩৮)। বাড়ি বিহারে। কর্মসূত্রে হলদিয়ায় চিরিঞ্জিপুরের থাকতেন ওই শ্রমিক। রেলপুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজেশ হলদিয়া বন্দররে একজন ক্রেন অপারেটারের শ্রমিক। প্রতিদিন সাইকেল নিয়ে কাজে যেতেন। আজও বেরিয়েছিলেন গন্তব্যের উদ্দ্যেশে। কাজ সেরে বাড়ি ফেরার সময় লেবেল ক্রশিং বিহীন রেল লাইনের উপর দিয়ে সাইকেল নিয়ে ফিরছিলেন। সেই সময় হলদিয়াগামী একটি লোকাল ট্রেন ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় সাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় রাজেশবাবু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিরিঞ্জপুর এলাকায় বহু জনবসতি গড়ে উঠেছে। প্রায় সকলেই শর্টকাট লেবেল ক্রশিংহীন রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। তার ফলেই প্রায়ই এই ধরনের দুর্ঘটনার স্বীকার হয় স্থানীয় মানুষ। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});