Headlines
Loading...
বর্ধমানে ভুয়ো পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

বর্ধমানে ভুয়ো পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ভুয়ো পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে বর্ধমান থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিদের সঙ্গে থাকা একটি টাটা সাফারি গাড়িকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম রত্নেস্বর চক্রবর্তী ও রাজেশ মজুমদার। এদের দুজনেরই বাড়ি হুগলি জেলার চন্দননগর এলাকায়। 

এদের মধ্যে রত্নেস্বর চক্রবর্তী নিজেকে অবজার্ভর বলে জাহির করেছেন। তিনি যে গাড়িটিতে চেপে এসেছিলেন সেটিতে একটি মানবাধিকার সংগঠনের বোর্ডও লাগানো ছিল। আর রাজেশ মজুমদার নিজেকে গাড়ির চালক বলে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, গাড়িটি তারা ভাড়া করে নিয়ে এসেছিলেন। 

ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বর্ধমান স্টেশন এলাকায় একটি চার চাকা গাড়ির গতিবিধি এবং সেটিতে লাগানো বোর্ড দেখে সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়ির ভিতরে থাকা যাত্রীদের পরিচয় এবং বর্ধমানে আসার কারণ জানতে চাওয়ার পর পুলিশের সন্দেহ হয়। আর তারপরেই রত্নেস্বর চক্রবর্তী ও রাজেশ মজুমদার কে গ্রেফতার করে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});