Headlines
Loading...
বিকল হয়ে গেলো বর্ধমান শহরের একমাত্র শ্মশানের গ্যাস চুল্লি। সমস্যায় শব যাত্রীরা।

বিকল হয়ে গেলো বর্ধমান শহরের একমাত্র শ্মশানের গ্যাস চুল্লি। সমস্যায় শব যাত্রীরা।



সৌরীশ দে,বর্ধমান: বর্ধমান শহরের একমাত্র শ্মশান নির্মল ঝিলের গ্যাস চুল্লি গত শনিবার থেকে বিকল হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছে শব যাত্রীরা। চুল্লিতে শব দাহ করতে যেখানে ৪৫ থেকে ৫০ মিনিট সময় লাগতো, এখন সেই আগের অবস্থায় ফিরে গিয়ে কাঠের আগুনে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ব্যায় করতে হচ্ছে। ফলে শব যাত্রীরদের ঘন্টার পর ঘন্টা দাহ করার জন্য শ্মশানে অপেক্ষা করতে হচ্ছে। এমনকি অনেকে এই চুল্লির সমস্যার কথা শ্মশানে এসে জানার পর আরো সমস্যার মধ্যে পড়ছেন। স্থানীয় কাউন্সিলর শৈলেন্দ্রনাথ ঘোষ বললেন, চুল্লিটি দীর্ঘদিন ব্যবহারের ফলে পিসিএস (পলিউশন কন্ট্রোল সিস্টেম) এর মোটরে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য গ্যাস চুল্লিটি কাজ করছে না।ইতিমধ্যেই ইঞ্জিনিয়ার ডেকে দুটি মোটর সারানোর জন্য বলা হয়েছে।


খুব দ্রুত না হলেও আগামী ১৫দিনের মধ্যে আবার চুল্লিটি স্বাভাবিক কাজ করতে শুরু করবে বলে তিনি জানান।তিনি আরো জানান, গ্যাস চুল্লিটি ঠিক হয়ে গেলেও এটির পাশাপাশি একটি বৈদ্যুতিক চুল্লি এখানে চালু করার বিষয়ে বর্ধমান পৌরসভায় সিদ্ধান্ত হয়েছে। জায়গাও নির্বাচন করা হয়েছে। খুব শীঘ্রই বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু করা যাবে বলে শৈল বাবু আশাপ্রকাশ করেন। তিনি বলেন,গ্যাস চুল্লি খারাপ হয়ে যাওয়ায় সাময়িক কয়েকটা দিন শব যাত্রীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু ওয়ার্ডের পক্ষ থেকে লক্ষ্য রাখা হচ্ছে যাতে শব দাহ করতে পরিজনদের কোনোরকম সমস্যায় পড়তে না হয়। 
                                                                                                                    ছবি - সুরজ প্রসাদ 
  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});