Headlines
Loading...
বর্ধমান স্টেশন থেকে পাঁচটি ল্যাপটপ সহ গ্রেফতার এক ব্যাক্তি।

বর্ধমান স্টেশন থেকে পাঁচটি ল্যাপটপ সহ গ্রেফতার এক ব্যাক্তি।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:কিছুদিন ধরেই পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাছে অভিযোগ আসছিলো যে শক্তিগড়ের লাংচা হাবের কাছে দূরপাল্লার বাস এসে দাঁড়ালে বাসের ভিতর রাখা ল্যাপটপ উধাও হয়ে যাচ্ছে।এই ঘটনার তদন্তে নেমে জেলা পুলিশ সোমবার বর্ধমান রেল স্টেশন থাকে এক ব্যাক্তিকে ৫টি ল্যাপটপ সহ গ্রেফতার করে। ধৃতের নাম বিশ্বনাথ গোস্বামী। বাড়ি পশ্চিম বর্ধমানের লাউদহ থানার প্রতাপপুর বলে এদিন পুলিশ জানিয়েছে। ধৃতকে সোমবারই সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়।

পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কুনাল আগারওয়াল সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,গত তিন মাস আগে শক্তিগড় এলাকায় দূরপাল্লার বাসের ভিতর থেকে ল্যাপটপ চুরি হয়ে যাচ্ছে বলে দুটি অভিযোগ পাওয়া গিয়েছিলো। এরপর ঘটনার তদন্ত শুরু করা হয়।বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার জেলা পুলিশের একটি টিম দুর্গাপুর গিয়ে ওই ব্যাক্তিকে অনুসরণ করে। আরেকটি টিম বর্ধমান স্টেশনে অপেক্ষা করে। ধৃত বিশ্বনাথ গোস্বামী বর্ধমানে নামলে তাকে ধরে ফেলা হয়। তার সঙ্গে ২টি ডেল কোম্পানির,১টি লেনেভো,১টি এইচপি ও ১টি এসার কোম্পানির ল্যাপটপ ছিল। ওই ব্যাক্তি ল্যাপটপগুলো কলকাতায় বিক্রির উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিলো বলে ধৃত জেরায় জানিয়েছে। 
পুলিশ সুপার জানিয়েছেন,ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় জানা যাবে এই ধরণের ঘটনায় আর করা যুক্ত আছে। এবং আরো কত ল্যাপটপ চুরি করেছে এরা। 
                                                                                                                          ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});