ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: সোমবার বাঁকুড়া-উখরাডিহি রাস্তা সারাইয়ের দাবিতে ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো জেলা বিজেপি। পাকা ধানের আঁটি ফেলে মানকানালীর কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। রাস্তা অবরোধের জেরে সকালেই কিছুক্ষনের জন্য অবরুদ্ধ হয়ে যায় বাঁকুড়া-উখরাডিহি রাস্তা। পরে অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
বিডিও অমরেশ দাস বলেন, রাস্তাটি সারানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য দরপত্র চাওয়া হয়েছে।আগামী ২৭.নভেম্বর টেন্ডার পত্র খোলা হবে। আগামী একমাসের মধ্যেই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে।
স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন,রাস্তার হাল বেহাল থাকার জন্য গত জুলাই মাসেও ধান গাছের চারা ফেলে অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ৪মাস পেরিয়ে গেলেও প্রশাসন রাস্তা সারাইয়ের উদ্যোগ না নেওয়ায় এদিন আবার আন্দোলনে নামতে হয়েছে।
মানকানালীর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস কর্মকার জানান, রাস্তাটির বেহাল হয়ে পড়েছে। খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে। সকাল থেকেই বিজেপির এই অবরোধে ব্যাপক যানজটের কবলে পড়তে হয় সাধারণ মানুষকে।