ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান কালনা রোডের কৃষি খামারে গ্রামীণ অর্থিনীতির উন্নয়নে কৃষি,উদ্যান পালন,শ্রেণী সম্পদ,মৎস,কৃষি বিপণন,খাদ্য,সমবায়,সেচ ও পঞ্চায়েত বিভাগের উদ্যোগে পাঁচ দিনের একটি কৃষক প্রশিক্ষণ শিবির শুরু হলো সোমবার। প্রথম পর্যায়ে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার ৩০জন কৃষক এই আবাসিক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। পরবর্তী পর্যায়ে বাঁকুড়া ও পুরুলিয়ার কৃষকদের নিয়েও আবাসিক শিবির করা হবে বলে এদিন বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক জানিয়েছেন।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি,সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পরেশ পাল,যুগ্ম কৃষি অধিকর্তা,বর্ধমান রেঞ্জ মহঃ ইব্রাহিম আলী,উপ কৃষি অধিকর্তা (প্রশিক্ষণ ) গৌতম সেনগুপ্ত প্রমুখ। আধিকারিকরা জানান, প্রশিক্ষণের পর কৃষকরা কার্যক্ষেত্রে শিক্ষার ব্যাবহারিক প্রয়োগ ঠিকমতো করতে পারছেন কিনা বা অসুবিধার জায়গাগুলিই বা কি ইত্যাদি বিষয়গুলি পর্যালোচনা করে দেখা হবে।
ছবি - সুরজ প্রসাদ