ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: টেনিস খেলাকে ছোটদের মধ্যে আরও জনপ্রিয় করতে ও টেনিসের খুঁটিনাটি নানান টেকনিক্যাল দিক সম্বন্ধে খুদেদের পারদর্শী করে তুলতে শুরু হলো চার দিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবির। কলকাতার স্পেস সার্কেলে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন টেনিস তারকা ও ডেভিস কাপার আখতার আলি ৷ মূলতঃ দুই স্প্যানিশ কোচ নোয়েল উরেনা ও জরডি মুনেওস এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ শিবির চলবে বলে জানালেন আয়োজক কমিটির অন্যতম প্রধান অর্চনা বর্মন।
এদিন উদ্বোধনী অনুষ্টানে অন্যানদের সঙ্গে হাজির ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার হাবিবুর রহমান, বেঙ্গল টেনিস একাডেমির সচিব মিহির মিত্র , অলোক লাহাদ, কেকে মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷
এদিন উদ্বোধনী অনুষ্টানে অন্যানদের সঙ্গে হাজির ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার হাবিবুর রহমান, বেঙ্গল টেনিস একাডেমির সচিব মিহির মিত্র , অলোক লাহাদ, কেকে মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷
আয়োজক কমিটির অন্যতম প্রধান অর্চনা বর্মন জানান, কচিকাঁচাদের টেনিসের অত্যাধুনিক তালিম দেওয়াই তাঁদের লক্ষ ৷ ভবিষ্যতে তাঁরা এরকম অন্যান্য খেলাধূলা নিয়েও খুদেদের জন্য এগিয়ে আসবে।