ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ সম্প্রতি পর্তুগিজ উপকূলে গভীর সমুদ্রে ডাইনোসর যুগের অদ্ভুত দর্শন হাঙ্গর প্রজাতির প্রাণীর দেখা পাওয়া গেলো। এই আবিষ্কারে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে নতুন করে আলোড়ন ফেলেছে। সমুদ্রের যে পরিবেশে এই প্রাণীর দেখা পাওয়া গেছে তার নিরিখে পর্তুগিজ সমুদ্র ও আবহাওয়া দপ্তর এটিকে "জীবন্ত জীবাশ্ম" নামে অভিহিত করেছে।
বিজ্ঞানীদের মতে, "জীবন্ত জীবাশ্ম "টি প্রায় ৮০কোটি বছর আগের ক্রিয়েটিসীয় সময়কালের, যখন টেরেনোসরাস রেক্স এবং ট্রাইসেরাটোপগুলি পৃথিবীর চারপাশে দাপিয়ে বেড়াতো। সম্প্রতি গ্রীষ্মে ইউরোপীয় ইউনিয়ন প্রকল্পের গবেষকরা পর্তুগিজ সমুদ্রের আলগ্রেভ উপকূলে এই সর্প মাথা অদ্ভুত দর্শন হাঙ্গর প্রজাতির আবিষ্কার করেন বলে বিবিসি একটি রিপোর্টে জানিয়েছে।
প্রাণীটিকে দেখতে দীর্ঘ, পাতলা, সাপের মতো মাথা বিশিষ্ট।পুরুষ হাঙ্গরটির মুখের ভিতর 300 টি ছুঁচোলো দাঁত ২৫ টি সারিতে পরিষ্কারভাবে সাজানো। সচরাচর গভীর সমুদ্রের বাসিন্দাদের মধ্যে পাওয়া পুষ্টির অভাবের কারণে প্রাণীটির শরীরের বেশিরভাগই অসংলগ্ন।বিজ্ঞানীরা জানিয়েছেন,সমুদ্রের প্রায় ৭০১ মিটার গভীরতায় ১.৫মিটার দৈর্ঘের এই প্রাণীটির দেখা পাওয়া গেছে।
বিজ্ঞানীরা প্রাণীটির প্রকৃতি ও চরিত্র অনুযায়ী নাম দিয়েছেন 'ক্ল্যামিডোডেল্যাক্স অ্যানুইনিস'। সম্প্রতি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানে খুব শীঘ্রই পাওয়া কয়েকটি বিরল হাঙ্গরের তালিকায় এই প্রাণীটিও যোগ হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন,সাধারণতঃ সমুদ্রের নিচে ৩৯০মিটার অথবা ৪২০০ফুট গভীরতায় এই ধরণের কিছু প্রাণীর হদিস মিলেছে। কিন্তু ১৯শতকের পর সমুদ্রের ৭০১ মিটার নিচে এই ধরণের প্রাগৈতিহাসিক প্রাণীর আবিষ্কার এই প্রথম।