Headlines
Loading...
বর্ষা যেতেই বর্ধমানে বাঁকা নদীর সৌন্দৰ্য্যায়নের কাজ নতুন করে শুরু হলো।

বর্ষা যেতেই বর্ধমানে বাঁকা নদীর সৌন্দৰ্য্যায়নের কাজ নতুন করে শুরু হলো।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমান উন্নয়ন পর্ষদের অর্থে এবং সেচ দপ্তরের তত্ত্বাবধানে বর্ধমান শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের তেলমারুই পাড়ার বাঁকা নদীতে তৈরী হচ্ছে জন সাধারণের ব্যবহারের জন্য কংক্রিটের বাঁধানো সিঁড়ি ও ঘাট। প্রায় ২০লক্ষ্য টাকা ব্যায়ে বাঁকার সৌন্দর্য্যায়নের অঙ্গ হিসাবে মূলতঃ এই কাজ হচ্ছে বলে জানিয়েছেন,বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়।

তিনি জানিয়েছেন,এর আগে আলমগঞ্জের কল্পতরু মাঠের কাছে বাঁকা নদীতে এমনই বাঁধানো একটি ঘাট তৈরী করা হয়েছে। যদিও এসবই সৌন্দর্যায়নেরই অঙ্গ। তিনি জানান,বর্ষা চলে যাওয়ায় নতুন করে প্রস্তাবিত কাজ গুলো শুরু করা হলো। এই বাঁধানো ঘাট সম্পূর্ণ হয়ে গেলে এলাকায় বসবাসকারী মানুষের পাশাপাশি হিন্দি ভাষাভাষী মানুষের প্রধান উৎসব ছট পুজোয় এই ঘাট খুবই কাজে লাগবে। প্রতি বছর ছট উৎসবে এই জায়গায় প্রচুর মানুষের সমাগম হয়। স্বাভাবিকভাবে ঘাট না থাকায় পুণ্যার্থীদের কিছু অসুবিধার সম্মুখীনও হতে হয়। আগামী বছর থেকে আর এই সমস্যা থাকবে না।

রবিরঞ্জন বাবু জানিয়েছেন, বাঁকাকে সাজিয়ে তুলতে যেমন বর্ধমান উন্নয়ন পর্ষদ লাগাতার কাজ করে চলেছে,তেমনই এই বাঁকা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও নিতে হবে বর্ধমানবাসীকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});