ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি :কলানবগ্রাম চক্র সম্পদ কেন্দ্রের আয়োজনে শেষ হলো বার্ষিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ৷ এই চক্রের প্রায় ১০০টি প্রাথমিক, বুনিয়াদি, নিম্নবুনিয়াদি ও শিশু শিক্ষাকেন্দ্রের ২২৪ জন স্কুলপড়ুয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৷ রসুলপুর দলুইবাজার মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ সকাল থেকেই মাঠ উপছে পড়ে ভীড়ে ৷ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কলানবগ্রাম চক্র স্কুল পরিদর্শক তাপস মন্ডল, স্কুল ঞীড়া আয়োজন কমিটির সভাপতি দেবাশিষ বিশ্বাস, মেমারি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মধুসুধন ভট্টাচার্য, শিক্ষা কর্মাধক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ বহু বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ৷ ক্ষুদে স্কুলপড়ুয়ারা ৭৫, ১০০, ২০০ মিটার দৌড়ে অংশ নেয় ৷ এছাড়াও প্রাথমিকের ছাত্ররা হাই জাম্প , লং জাম্প, হাড়ি ভাঙ্গায় অংশ নিয়ে আনন্দে মেতে ওঠে৷ আয়োজক কমিটির সভাপতি দেবাশিষ বিশ্বাস জানান, সফল প্রতিযোগীরা এরপরমহকুমা স্কুল ঞীড়ায় অংশ গ্রহনের সুযোগ পাবে৷