ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান : সোমবার বর্ধমান থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে প্রহৃত হয়েছিলেন বর্তমান পত্রিকার সাংবাদিক শ্রীকান্ত পড়্যা। মঙ্গলবার সেই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরই অভিযুক্ত ৩ পুলিশ অফিসারকে ক্লোজড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন পুলিশ সুপার।
উল্লেখ্য, সোমবার বর্ধমান শহরের ৮নং ওয়ার্ডের নাড়ী কলোনীর একটি উদ্বাস্তুদের জন্য বরাদ্দ জমি দখলকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা হওয়ায় দু পক্ষই থানায় অভিযোগ জানাতে আসে।উত্তেজিত এলাকার লোকেরা বিক্ষোভও দেখাচ্ছিল থানার সামনে। এই খবর সংগ্রহ করছিলেন শ্রীকান্ত। হঠাৎই পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে কর্তব্যরত সাংবাদিককেও আক্রমণ করে। হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয়। তারপর বেধড়ক মারধর করতে করতে থানার লকআপে ঢুকিয়ে দেয়। একই সঙ্গে উত্তেজিত জনতার মধ্যে থেকেও বেশ কয়েকজন মারধর করে এবং লকআপ করে দেয় পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়।
সাংবাদিক শ্রীকান্ত পড়্যা এফআইআরএ জানিয়েছেন,সেই সময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রেস কার্ড দেখালেও পুলিশ কোনো কথায় কর্ণপাত করেনি। সমস্ত ঘটনা থানায় উপস্থিত আইসি তুষারকান্তি করের সামনেই ঘটেছে। বর্ধমান থানার সাব ইন্সপেক্টর শ্রীধর সেন, এএসআই সনাতন চট্টোপাধ্যায় এবং কনষ্টেবল অরবিন্দ দে তাকে মারধোর করেছে বলে এদিন তিনি পুলিশ সুপারকে লিখিতভাবে জানান। আর তারপরই অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।