Headlines
Loading...
বর্ধমানে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃত দেহ উদ্ধার।চাঞ্চল্য।

বর্ধমানে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃত দেহ উদ্ধার।চাঞ্চল্য।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:সোমবার সকালে বর্ধমান শহরের বাহিরসর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লী এলাকায় গলির ভিতর একটি বাড়ির পিছনে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।স্থানীয় বাসিন্দাদের সন্দেহ,ওই ব্যাক্তিকে কেউ বা কারা বাইরে কোথাও খুন করে এই এলাকায় ঝুলিয়ে দিয়ে গেছে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ।



স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,মৃত ব্যাক্তির মাথায়,মুখে একাধিক আঘাতের চিহ্ন আছে। রক্তপাতও হয়েছে। এদিন সকালে এলাকাবাসির নজরে আসে একটি বাড়ির পিছনে গলায় কাপড়ের দড়ি দিয়ে বাধা আধ ঝোলা অবস্থায় এক ব্যাক্তিকে।এর পরই খবর দেওয়া হয় পুলিশকে।  
                                                                                                                       ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});