ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর:পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বাসিন্দা নিখোঁজ দুই কিশোরকে গুজরাট থেকে উদ্ধার করলো জামালপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া কিশোর দুজনের বাড়ি জামালপুরের ধাপধারা গ্রামে।নাম বিজয় চাঁদ বাউরী ও সাগর বাউরী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,বছর দুয়েক আগে এই দুই কিশোরকে কাজ দেওয়ার নাম করে হুগলীর দাদপুরের হেনোপাড়ার বাসিন্দা সেখ সাহাজান তাদের গুজরাটে নিয়ে যায়। এরপর গুজরাটের একটি সোনা রুপোর দোকানের মালিকের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে দুই কিশোরকে বিক্রি করে দেয়। তারপর থেকেই ওই দুই কিশোরের সঙ্গে তাদের বাড়ির লোকেদের কোনো যোগাযোগ ছিল না।
বুধবার উদ্ধার হওয়া দুই কিশোর জানায়, সেখ সাহাজান তাদের গুজরাটে নিয়ে যাওয়ার পরেই সোনার দোকানের মালিক তপন মন্ডল তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নিয়েছিল। কিছুতেই বাড়ির সঙ্গে যোগাযোগ করতে দিতো না। এমনকি প্রচুর অত্যাচার চালাতো দোকান মালিক। কোথাও বেরোতেও দিতো না। পালিয়ে আসার সুযোগ খুঁজতো তারা।এরই মাঝে মাস কয়েক আগে দোকানে রাখা মোবাইল থেকে লুকিয়ে জামালপুরের বাড়িতে ফোন করে সব জানিয়ে দেয়। এরপর গত অক্টোবর মাসে কিশোরদের পরিবারের পক্ষ থেকে জামালপুর থানায় গোটা ঘটনার কথা জানানো হয়।
এরপর পুলিশ প্রথমে তদন্তে নেমে হগলির দাদপুর থেকে সেখ সাহাজান ওরফে বাদশাকে গ্রেপ্তার করে।ধৃতকে নিয়ে জামালপুর পুলিশ পারি দেয় গুজরাট। সেখানে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে সোনার দোকানের মালিক তপন মণ্ডলকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে জামালপুর নিয়ে আসে। সঙ্গে উদ্ধার করে দুই কিশোরকে।
বুধবার ধৃত তপন মণ্ডলকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।