Headlines
Loading...
মহিষাদলে কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে হিজলী টাইডাল ক্যানাল খননের কাজ শুরু।

মহিষাদলে কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে হিজলী টাইডাল ক্যানাল খননের কাজ শুরু।



ফোকাস বেঙ্গল ডেস্ক,মহিষাদল: হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকুল্যে মহিষাদলের গেঁওখালী থেকে ইটামগরা পর্যন্ত ১৬ কিমি হিজলী টাইডাল ক্যানাল সংস্কারের শুভ সূচনা করলেন রাজ্যে পরিবহন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান  শুভেন্দু অধিকারী। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের কার্যনির্বাহী  আধিকারিক উজ্জল সেনগুপ্ত, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি মধুরীমা মন্ডল, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস, সভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা। 

মহিষাদলের গেঁওখালী থেকে ইটামগরা পর্যন্ত ১৬ কিমি খালের সংস্কার এর আগে ২০১২ সালে করা হয়েছিল তার পর এলাকার মানুষ খালটি সংস্কার করার আবেদন জানিয়ে আসছিলো। সেই আবেদন মত খাল খননের কাজ বুধবার থেকে শুরু হল। খাল খননের পাশাপাশি ৩ টি কংক্রিটের সেতু ও ২২টি কাঠের সেতু নির্মান করা হবে বলে এদিন মন্ত্রী ঘোষণা করেন। 

এদিন শুভেন্দুবাবু বলেন, ১৮৬৮ সালে ব্রিটিশরা এই খালটি খনন করেছিল। তার পর আমি সাংসদ থাকাকালিন ২০১২ সালে একবার খুলেছিলাম। মনে হয়েছিল কাজটি ঠিকমত হয়নি। তাই কৃষক ও মৎস্যজীবীদের কথা ভেবে মহিষাদলে ৯ কোটি টাকা ব্যায়ে ১৬ কিমি প্রাচীন হিজলী টাইডাল ক্যানাল  খননের কাজ আবার নতুন করে করছি।বাম আমলে হলদিয়া উন্নয়ন পর্ষদে ওরা ক্ষমতায় থেকেও  এলাকায় উন্নয়ন না করে জোর করে নন্দীগ্রামের কৃষকদের জমি দখল করার কাজ করেছিল। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হয়ে কাজ করে চলেছি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});