Headlines
Loading...
মেঝেতে পা দিলেই ফাটছে পটকা,ধোঁয়ায় ভোরে যাচ্ছে ঘর।

মেঝেতে পা দিলেই ফাটছে পটকা,ধোঁয়ায় ভোরে যাচ্ছে ঘর।


কৌশিক রায়,নদীয়া: ঘরে ঢুকতেই ভয়,মেঝেতে পা দিলেই ফাটছে পটকা,ধোঁয়ায় ভোরে যাচ্ছে ঘর। চাকদহ থানার পশ্চিম চাঁদুরিয়ার মুখার্জী বাড়ির মেঝের নীচে আশ্চর্য্যজনক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মাঝে মাঝেই মেঝেতে পটকা ফাটার শব্দ ও ধোঁয়ার খবর ছড়িয়ে পড়তেই বাড়ীতে ভীড় উপচে পড়ছে। ভীড় সামলাতে ব্যাস্ত পরিবারের সদস্যরা। আতঙ্কে দিন কাটছে তাদের। ঘরের মাটি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়। বিজ্ঞানের ভাষায় মনে হচ্ছে মাটির নিচে ফসফরাস থাকলে বাতাসের স্পর্শে এলে এই ধরণের ঘটনা ঘটতেও পারে। তবে মাটির পরীক্ষার রিপোর্ট এলেই জানা যাবে প্রকৃত কারণ বলে মনে করছেন পরিবারের লোকেরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});