ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না:সোমবার পূর্ব বর্ধমান জেলার রায়না থানার রূপসোনা গ্রামের একটি পরিবারের ওপর ব্যাপক অত্যাচারের অভিযোগ দায়ের হল বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে। অভিযোগকারী লুত্ফা বেগম খান জানিয়েছেন,গত ৬ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ প্রায় ৯-১০ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল তাঁর বাড়িতে ঢুকে তাঁর স্বামী তথা এলাকার তৃণমূল নেতা বদরে আলম খানকে তাদের হাতে তুলে দেবার দাবী জানায়। কিন্তু সেই সময় স্বামী বাড়িতে না থাকায় দুষ্কৃতীরা তাকে ব্যাপক মারধর এবং শ্লীলতাহানি করে। এমনকি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানিয়েছেন,এই ঘটনার বিষয়ে রায়না থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয়নি। এদিকে হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। এরপর সরাসরি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন বলে লুত্ফা বেগম খান জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, পারিবারিক বিবাদ এবং রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা হয়েছে।