Headlines
Loading...
মোটরসাইকেল চুরি চক্রের হদিশ পেল বর্ধমান জেলা পুলিশ,গ্রেপ্তার ৫, উদ্ধার ১১টি বাইক।

মোটরসাইকেল চুরি চক্রের হদিশ পেল বর্ধমান জেলা পুলিশ,গ্রেপ্তার ৫, উদ্ধার ১১টি বাইক।




ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাইক চুরির বড়সড় একটি চক্রের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বুধবার বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার এমএস পুষ্পা জানিয়েছেন, গত রবিবার রাত্রে বোলপুর - গুসকরা রোডে এ্যাণ্টি ক্রাইম নাইট মোবাইল ভ্যান টহল দেবার সময় ২টি বাইকে থাকা ৪ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে বাইক চুরি চক্রের সঙ্গে এদের যুক্ত থাকার বিষয়টি জানতে পারে পুলিশ। পুলিশি জেরায় ধৃতরা বাইক চুরি চক্রের বিষয় স্বীকার করেছে বলে এদিন অতিরিক্ত পুলিশ সুপার মিসেস পুষ্পা জানান। তিনি জানান,এরপরই আউশগ্রাম এলাকায় বাড়ি হাঁদু ওরফে গিয়াসউদ্দিন মীর্জা, সেখ শ্যামল, সেখ আমির হোসেন ওরফে রকি এবং সাজাহান মালিককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১টি চোরাই মোটর বাইক। তিনি জানান, তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ দুর্গাপুরের ফরিদপুর থেকে গ্রেপ্তার করে জাহিদুল সেখ নামে আরও একজনকে। তাকে উদ্ধার করার পর আউশগ্রামের প্রতাপপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় আরও ৮টি গাড়ি।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের পুলিশী হেফাজতে নিয়ে গোটা জেলা জুড়ে মোটরবাইক চুরি চক্রের হদিশ পাবার চেষ্টা চলছে। একইসঙ্গে এই ধৃতদের নামে জেলার অন্যান্য থানায় কোনো কেস রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মূলত, জাতীয় ও রাজ্য সড়ক ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মোটরবাইক চুরি করাই এদের পেশা বলে এদিন অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করা হবে বলে এদিন জানান অতিরিক্ত পুলিশ সুপার।
                  
                                                                                                                           ছবি - সুরজ প্রসাদ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});