Headlines
Loading...
সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের জল কমেনা,বর্ধমানে মুকুল রায় প্রসঙ্গে শোভনদেব।

সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের জল কমেনা,বর্ধমানে মুকুল রায় প্রসঙ্গে শোভনদেব।


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:বাংলার ইতিহাস বলছে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে কেউই  রাজনীতিতে নাম করতে পারেনি।অজয় মুখার্জি,প্রণব মুখার্জি তার জ্বলন্ত উদাহরণ।কিন্তু মমতা বন্দোপাধ্যায় একমাত্র ব্যাতিক্রম যিনি নিজে কংগ্রেস থেকে বেরিয়ে এসে কংগ্রেসকেই এই রাজ্যে 'সাইনবোর্ড' করে দিয়েছে। মঙ্গলবার বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির প্রীতি সম্মেলনে উপস্থিত হয়ে এমনই কথা বললেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা রাজ্য ট্রেড ইউনিয়ন নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
এদিন মুকুল রায় প্রসঙ্গে তিনি বলেন,সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের জলের পরিমান যেমন কমে যায় না,তেমনই তৃণমূলের জনসমুদ্র থেকে কে চলে গেলো তার জন্য কিছুই হেরফের হবে না। বাংলার মানুষ ২০১১ সালের পর থেকে জেনে বুঝে গেছেন তাঁরা মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে থাকবেন নাকি অন্য কারোর সঙ্গে। বাংলার মানুষ কেলেঙ্কারি পছন্দ করেন না। বাংলার মানুষ উন্নয়নের জোয়ারে গা ভাসতে চায়। তাই কেউ যদি কন্যাশ্রী পায়,কেউ যদি যুবশ্রী পায়,কারোর যদি গীতাঞ্জলি প্রকল্পে ঘর হয় - এরপর কে গেলো,কে এলো এই সব বাংলার মানুষ দেখে না। ২০১৬ নির্বাচন তারই প্রমান। হাজার কুৎসা রটিয়েও ২০১৬তে  বিরোধীদের ধূলিস্যাৎ করে তৃণমূল তার আসন সংখ্যা আরো বাড়িয়েছে। 





শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বলেন, বিগত বাম আমলে এই রাজ্যের যে কর্মসংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছিলো,মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে আবার ফিরে এসেছে। 'আসি যাই মেইন পাই,কাজ করলে ওভার টাইম পাই 'এই কালচার শেষ হয়ে গিয়েছে। নতুন করে কর্মদিবস সৃষ্টি হচ্ছে। আমরা যাঁরা চাকরি করি,রাজনীতি করি,অধ্যাপনা করি তাঁরা নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বছরের এমন একটি সময়ে সকলে একত্রিত হই  একে ওপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করার জন্য। এটাই বাঙালির সংস্কৃতি। 
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বিদ্যুৎ মন্ত্রী বলেন,সারা রাজ্যে ২২৫টি বিদ্যুতের সাব স্টেশন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ২৯টি সাব স্টেশন হবে। ১০০টি শহরে আন্ডারগ্রাউন্ড কেবলিং করা হবে। ইতিমধ্যেই নবদ্বীপ ও বোলপুরে মাটির তোলা দিয়ে কেবলিং এর কাজ হয়েছে। ১০০ শতাংশ গ্রামীণ বিদ্যুতায়নই সরকারের লক্ষ্য। 
                                                                                                                          ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});