Headlines
Loading...
বর্ধমান রাজ কলেজে ছাত্রদের দ্বারা অধ্যক্ষ ঘেরাওয়ের ঘটনায় উত্তেজনা।

বর্ধমান রাজ কলেজে ছাত্রদের দ্বারা অধ্যক্ষ ঘেরাওয়ের ঘটনায় উত্তেজনা।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমান রাজ কলেজে ছাত্রদের দ্বারা অধ্যক্ষ ঘেরাওয়ের ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়ালো। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুরাজ ঘোষের নেতৃত্বে ছাত্র ছাত্রীরা কলেজের অধ্যক্ষ ড. নিরঞ্জন মন্ডলের চেম্বারে ঢুকে তাদের সমস্যার কথা জানাবার পরিবর্তে অধ্যক্ষকেই অপমান করে বলে অভিযোগ। অধ্যক্ষ ড. নিরঞ্জন মন্ডল বলেন, ছাত্র ছাত্রীরা তাদের কিছু দাবি জানাতে এসে অভব্য আচরণ করেছে। নির্দিষ্ট কোনও দাবি ছাত্ররা এদিন করার পরিবর্তে অহেতুক বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করেছেন। ছাত্রদের এই আচরণের কথা রাজ্য শিক্ষা দফতরে জানানো হবে।
পাশাপাশি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুরাজ ঘোষ অধ্যক্ষের অভিযোগ ঠিক নয় বলে জানিয়েছেন। তিনি বলেন ছাত্র ছাত্রীদের অসুবিধার কথা জানাতে এলে অধ্যক্ষকে কখনোই একা পাওয়া যায় না। অধ্যাপক রবিশঙ্কর চৌধুরী সবসময় ওনার চেম্বারে বসে থাকেন। ফলে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের সমস্যার কথা তৃতীয় পক্ষের উপস্থিতিতে জানাতে সংকোচ বোধ করেন। এমনকি অধ্যক্ষ ও ছাত্রের কথোপকথনের মাঝে তিনিও ঢুকে পড়েন। সুরাজ ঘোষ আরও জানান রবিশঙ্কর চৌধুরীর চারিত্রিক ত্রুটির কথা ছাত্রীরা জানেন  বলেই ওনার উপস্থিতিতে অধ্যক্ষের সামনে তাদের সমস্যার কথা বলতে চান না। অধ্যক্ষকে এই বিষয়ে এর আগে জানানো হলেও তিনি কোনো কর্ণপাত করেন নি। এছাড়াও ছাত্রদের অভিযোগ, কলেজের গার্লস হোস্টেলে চুরি হবার পর তার এখনও কোনো কিনারা হয় নি। ছাত্র ভর্তি নিয়েও প্রিন্সিপাল দুর্নীতি করেছেন। মঙ্গলবার এই সমস্ত দাবি নিয়েই ছাত্র ছাত্রীরা অধ্যক্ষের কাছে গিয়েছিলেন।
                                                                                                                        ছবি - সুরজ প্রসাদ

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});