ফোকাস বেঙ্গল ডেস্ক,নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার ভেকুটিয়া ১-নম্বর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ভীমকাটা গ্রামে ২৫ নম্বর বুথে মঙ্গলবার রাতে বিজেপির বুথ মিটিং চলাকালীন একদল সশস্ত্র দুষ্কৃতীদের আক্রমণে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ বাড়ি ঘিরে বিজেপি কর্মীদের উপরে লাঠি,রড নিয়ে আক্রমণ চালায় টিএমসি কর্মীরা। অতর্কিত আক্রমনে আট বিজেপি কর্মী আহত হয়।তাদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনকহওয়ায় তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়। এছাড়াও বিজেপি সমর্থকদের তিনটি বাইক ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল নেতা সেক আমিরুলের নেতৃত্বে প্রায় চল্লিশ জন তৃণমূল কর্মীদের একটি দল ভাঙ্গচুর ও মারধর করে বলে অভিযোগ।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্ব।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্ব।
বুধবার ভীমকাটা গ্রামের বিজেপির দক্ষিন মন্ডল সভাপতি সমীর অগস্তি জানান, গতকাল এলাকায় যখন তারা মিটিং করছিলেন সেই সময় স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি সেখ আমিরুল ও তার দলবল তাদের উপর হামলা চালায়। ভয়ে মিটিংএ উপস্থিত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। অনেকেই ভয়ে লুকিয়ে পড়ে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। দুষ্কৃতীদের মারে প্রায় ৮ জন বিজেপি কর্মী আহত হয়। তাদের স্থানীয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বুধবার সকালে ৩ জনকে তমলুক পাঠানো হয়েছে।সমীর বাবু জানান, বিষয়টি দলের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিজেপির জেলা নেতা প্রদীপ দাস বলেন,রাজ্যের পাশাপাশি জেলায় শাসকদলের তান্ডব বেড়ে গিয়েছে। সামনেই পঞ্চায়েত ভোট তাই নিজেদের অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কায় বিরোধীদের আক্রমন করে চলেছে।