ফোকাস বেঙ্গল ডেস্ক,দুর্গাপুর:রবিবার দুপুরে দুর্গাপুর ব্যারেজের ৩নং গেটের কাছে স্নান করতে নেমে তলিয়ে গেলো একাদশ শ্রেণীর দুই ছাত্র। এদের নাম বিশাল বাউরি (১৭) বাড়ি পুরষা , এবং রোহিত সাহানি (১৭) বাড়ি ৩নং ইউনিট,দুর্গাপুর - ৭।ঘটনার পরই উদ্ধারে নামে উদ্ধারকারী দল। একই সাথে উদ্ধার কাজে নামে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ। রোহিত সাহানির দেহ উদ্ধার করা গেলেও বিশাল বাউড়ির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে তারও দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তলিয়ে যাওয়ার সময় ব্যারেজের জলে পাথর আঁকড়ে কোনোরকমে বেঁচে গিয়েছে মৃত দুই ছাত্রের বন্ধু রঞ্জন বাগদি। এই ঘটনায় শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা গেছে, এদিন দুপুরে অঙ্গদপুর হাইস্কুলের একাদশ শ্রেণীরতিন পড়ুয়া বন্ধু সাইকেল নিয়ে দুর্গাপুর ব্যারেজে স্নান করতে গিয়েছিলো। জলে নামার পর বিশাল ও রোহিত হটাৎই জলে তলিয়ে যায়। মায়াবাজার নিউ কলোনির বাসিন্দা রঞ্জন কোনোরকমে পাথর ধরে পারে উঠে আসে।স্থানীয় মানুষরা প্রথমে জাল ফেলে দুজনকে খোঁজার চেষ্টা করে। পরে বড়জোড়া থানার পুলিশ রোহিত ও বিশালের দেহ উদ্ধার করেছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তলিয়ে যাওয়ার সময় ব্যারেজের জলে পাথর আঁকড়ে কোনোরকমে বেঁচে গিয়েছে মৃত দুই ছাত্রের বন্ধু রঞ্জন বাগদি। এই ঘটনায় শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা গেছে, এদিন দুপুরে অঙ্গদপুর হাইস্কুলের একাদশ শ্রেণীরতিন পড়ুয়া বন্ধু সাইকেল নিয়ে দুর্গাপুর ব্যারেজে স্নান করতে গিয়েছিলো। জলে নামার পর বিশাল ও রোহিত হটাৎই জলে তলিয়ে যায়। মায়াবাজার নিউ কলোনির বাসিন্দা রঞ্জন কোনোরকমে পাথর ধরে পারে উঠে আসে।স্থানীয় মানুষরা প্রথমে জাল ফেলে দুজনকে খোঁজার চেষ্টা করে। পরে বড়জোড়া থানার পুলিশ রোহিত ও বিশালের দেহ উদ্ধার করেছে।

