ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমরি:ফের প্রচুর পরিমানে ধরা পড়লো কচ্ছপ। রবিবার সকাল ১০টা নাগাদ হাওড়া মুখী ডাউন দুন এক্সপ্রেস থেকে মেমারি স্টেশনে জিআরপি পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা এই ঘটনায় ৪জন মহিলা ও ১জন পুরুষ পাচাকারীকে গ্রেফতার করেছে। পাচারকারীদের কাছ থেকে ১১ টি বস্তায় প্রায় ১৫০টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।
বর্ধমান জিআরপি সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে হরিদ্বার থেকে হাওড়া গামী ডাউন দুন এক্সপ্রেস হটাৎই মেমারি স্টেশনে দাঁড়িয়ে যায়। সেই সময় স্টেশনের ৩নম্বর প্লাটফর্মে ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ রায়,গোবিন্দ ঘোষ ও সুদীপ পাল। ট্রেন থেকে নেমে একটি বস্তা নিয়ে ঘুরে বেড়ানোর সময় এক ব্যাক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। সিভিকেরা ওই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বস্তা চেক করতেই বুঝতে পারেন সে কচ্ছপ নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জিআরপি থানাকে খবর দিয়ে ট্রেনের জেনারেল ও স্লিপার বগি থেকে বাকি চারজন মহিলা ও তাদের সঙ্গে থাকা ১১টি ব্যাগ আটক করে পুলিশ।
পরে সবাইকে বর্ধমান স্টেশনে নিয়ে আসা হয়। গ্রেফতার করা হয় সকলকে। বর্ধমান জিআরপি থানার পুলিশ জানিয়েছে,ধৃত সকলের বাড়ি নদীয়া জেলার চাকদা থানার মাজদিয়া এলাকায়।
ছবি - সুরজ প্রসাদ

