

হাসপাতাল সুপার উৎপল দাঁ জানিয়েছেন, দীর্ঘদিনের এই সমস্যার কথা আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। এই হাসপাতালে রোগীর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। পরিষেবাও উন্নত হয়েছে। কিন্তু যানজট দিনকে দিন বেড়ে যাচ্ছে। হাসপাতালে আসতে রোগী এবং রোগীর পরিবারবর্গদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।সেটা যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করা হচ্ছে। কিছু রাস্তাকে একমুখী করে দেওয়া হয়েছে।
তিনি বলেন,পরীক্ষামূলক ভাবে টোটোর ক্ষেত্রে হাসপাতালের দিকে যাওয়া কয়েকটি রুটকে একমুখী করা হচ্ছে। খোসবাগানের দিক থেকে এবং রাজ কলেজের দিক থেকে আসা সমস্ত টোটোকে রোগী এবং রোগীর আত্মীয়দের হাসপাতাল গেটে নামিয়ে আফতাব এভিনিউ ধরে চলে যেতে হবে। মেডিকেল কলেজের দিক থেকে আসা সমস্ত ইকোরিক্সা রোগী এবং রোগীর আত্মীয়দের জরুরী বিভাগের গেটের সামনে নামিয়ে আফতাব এভিনিউ হয়ে চলে যাবে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত এই নির্দেশিকা কার্যকারী থাকবে।
জেলা পরিবহন আধিকারিক আব্রার আলম জানিয়েছেন,হাসপাতাল এলাকার যানজট সমস্যা নিয়ে প্রশাসনিক স্টোরে আলোচনা হয়েছে। এদিন সংশ্লিষ্ট সকলকে নিয়ে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হয়.খুব শীঘ্রই এখানকার যানজট সমস্যা মিতে যাবে। প্রাথমিক ভাবে টোটো ও রিকশার গতিবিধিকে পরিবর্তন করা হবে। পরে অন্যান বড়ো গাড়ির যাতায়াত নিয়েও আলোচনা করা হবে।
ছবি - সুরজ প্রসাদ
