Headlines
Loading...
বর্ধমান হাসপাতালের সামনে যানজট সমস্যা মেটাতে রাস্তাগুলিকে ওয়ানওয়ে করার সিদ্ধান্ত জেলা প্রশাসনের।

বর্ধমান হাসপাতালের সামনে যানজট সমস্যা মেটাতে রাস্তাগুলিকে ওয়ানওয়ে করার সিদ্ধান্ত জেলা প্রশাসনের।



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার যানজট সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো জেলা ও পুলিশ প্রশাসন। হাসপাতালকে ঘিরে শ্যামসায়র এর সামনে রাস্তা ও রাজ কলেজের দিক থেকে ইমার্জেন্সির দিকের রাস্তাকে একমুখী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বর্ধমান হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে যানজট সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন রোগী,রোগীর পরিজন থেকে সাধারণ পথচারীরা। উল্লেখ্য,কয়েকবছর ধরেই বর্ধমান হাসপাতাল চত্বর জুড়ে টোটোর দাপটে নাজেহাল সাধারণ মানুষ। এর সঙ্গে ফুটপাত দখল করেই চলছে বিভিন্ন দোকান। ফলে অনেকে সময়ই গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে এম্বুলেন্স কিংবা অন্য গাড়িগুলিকে দীর্ঘ সময় আটকে থাকতে হয় যানজটে। শুধুমাত্র হাসপাতালে আসা রোগী, রোগীর আত্মীয়, চিকিৎসকই নয় পাশাপাশি সাধারণ মানুষকেও প্রতিদিন সমস্যায় পড়তে হয়। সোমবার সকালে হাসপাতাল সুপার ডা. উৎপল দাঁ, ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা, জেলা পুলিশের ডিএসপি (হেডকোয়ার্টার) চন্দন ঘোষ, ডিএসপি ট্রাফিক প্রদীপ মন্ডল,জেলা পরিবহণ আধিকারিক আবরার আলম এবং বর্ধমান পুরসভার কাউন্সিলার খোকন দাস, সুশান্ত পরামানিক, বসির আহমেদ সহ এক প্রতিনিধিদল হাসপাতাল চত্ত্বর এবং সংলগ্ন রাস্তাগুলি পরিদর্শন করেন। যদিও এই প্রতিনিধি দল আসার খবর পেয়ে এদিন যানজট তুলনামূলক কমই ছিল।


হাসপাতাল সুপার উৎপল দাঁ জানিয়েছেন, দীর্ঘদিনের এই সমস্যার কথা আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। এই হাসপাতালে রোগীর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। পরিষেবাও উন্নত হয়েছে। কিন্তু যানজট দিনকে দিন বেড়ে যাচ্ছে। হাসপাতালে আসতে রোগী এবং রোগীর পরিবারবর্গদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।সেটা যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করা হচ্ছে। কিছু রাস্তাকে একমুখী করে দেওয়া হয়েছে। 
তিনি বলেন,পরীক্ষামূলক ভাবে টোটোর ক্ষেত্রে হাসপাতালের দিকে যাওয়া কয়েকটি রুটকে একমুখী করা হচ্ছে।  খোসবাগানের দিক থেকে এবং রাজ কলেজের দিক থেকে আসা সমস্ত টোটোকে রোগী এবং রোগীর আত্মীয়দের হাসপাতাল গেটে নামিয়ে আফতাব এভিনিউ ধরে চলে যেতে হবে। মেডিকেল কলেজের দিক থেকে আসা সমস্ত ইকোরিক্সা রোগী এবং রোগীর আত্মীয়দের জরুরী বিভাগের গেটের সামনে নামিয়ে আফতাব এভিনিউ হয়ে চলে যাবে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত এই নির্দেশিকা কার্যকারী থাকবে।
জেলা পরিবহন আধিকারিক আব্রার আলম জানিয়েছেন,হাসপাতাল এলাকার যানজট সমস্যা নিয়ে প্রশাসনিক স্টোরে আলোচনা হয়েছে। এদিন সংশ্লিষ্ট সকলকে নিয়ে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হয়.খুব শীঘ্রই এখানকার যানজট সমস্যা মিতে যাবে। প্রাথমিক ভাবে টোটো ও রিকশার গতিবিধিকে পরিবর্তন করা হবে। পরে অন্যান বড়ো গাড়ির যাতায়াত নিয়েও আলোচনা করা হবে। 
                                                                                                                               ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});