ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:উৎসবের মরসুম চলাকালীন জেলাজুড়ে রক্তদান কর্মসূচি প্রায় বন্ধ থাকায় রক্তের চাহিদা বেড়েছে।এই সময়ে রক্তের যোগান স্বাভাবিক করার লক্ষ্যে রবিবার বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে বর্ধমানের বিজয়রামে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো। বিজয়রাম কুড়েপাড়া বারোয়ারি কমিটির সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় বিজয়রাম আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। এদিন এলাকার ৬০ জন নারী পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। বর্ধমান রেডক্রশ সোসাইটির তত্ত্বাবধানে শিবিরের রক্ত সংগৃহিত করা হয়।
এদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আজকের এই মহতী রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান ১পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী,স্থানীয় এলাকার উদ্যোগী মানুষজন প্রমুখ।
বর্ধমান সহযোদ্ধার সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দোপাধ্যায় বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে রক্তের চাহিদা রয়েছে।এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসায় এদিনের শিবির সফল হয়েছে। এলাকার ১৮ জন মহিলা ও ৪২ জন পুরুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন।
ছবি - সুরজ প্রসাদ
এদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আজকের এই মহতী রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান ১পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী,স্থানীয় এলাকার উদ্যোগী মানুষজন প্রমুখ।
বর্ধমান সহযোদ্ধার সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দোপাধ্যায় বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে রক্তের চাহিদা রয়েছে।এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসায় এদিনের শিবির সফল হয়েছে। এলাকার ১৮ জন মহিলা ও ৪২ জন পুরুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন।
ছবি - সুরজ প্রসাদ


