Headlines
Loading...
বর্ধমানের নিতু স্মৃতি সংঘের এবারের কালী পুজোর থিম বুদ্ধদেবের মন্দির।

বর্ধমানের নিতু স্মৃতি সংঘের এবারের কালী পুজোর থিম বুদ্ধদেবের মন্দির।


ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃবর্ধমান শহরের ২নং শাঁখারিপুকুর হাউজিং কমপ্লেক্সে নিতু স্মৃতি সংঘের কালী পুজো এবছর ৪৮তম বর্ষে পদার্পন করলো। শুক্রুবার ধুমধাম করে এবারের পুজোর খুঁটি পুজো হয়ে গেলো। উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা,সদস্য সহ কমপ্লেক্সের বাসিন্দাগন। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে,এবারের পুজোর বাজেট ২লক্ষ টাকা।বুদ্ধদেব মন্দিরের আদলে এবছর প্যান্ডেল ও থিম শহরবাসীকে আকৃষ্ট করবে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});