Headlines
Loading...
বাজেপ্রতাপপুর তা বাজারের লক্ষী পুজো এবার বর্ধমানের নতুন চমক।

বাজেপ্রতাপপুর তা বাজারের লক্ষী পুজো এবার বর্ধমানের নতুন চমক।

ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক :দুর্গার পর এবার লক্ষী আরাধনায় মাততে চলেছে বাঙালি। ইতিমধ্যেই প্রতিমা থেকে শুরু করে পুজোর যাবতীয় সরঞ্জাম কেনাকাটায় ব্যাস্ত ব্যাবসায়ী কিম্বা আম আদমি। এবছর বর্ধমান শহর ও শহরতলির মধ্যে সর্ববৃহৎ বারোয়ারী লক্ষ্মী পুজোর আয়োজন করে তাক লাগিয়ে দিতে চলেছেন বাজেপ্রতাপপুরের তা বাজার বারোয়ারী লক্ষ্মী পুজো কমিটি। ৪৮ বছরে পদার্পন করে এই পুজো কমিটির এবারের থিম সমাজের অসুর রূপী অশান্তিকারীদের বিরুদ্ধে লক্ষ্মী নারায়ণ এর নটরাজরূপে মর্তে অবতীর্ণ হওয়া।পুজো কমিটির সম্পাদক বিকাশ হালদার জানিয়েছেন, এবারে পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। কাল্পনিক শিবমন্দিরের আদলে গড়া হচ্ছে মণ্ডপ। মণ্ডপসজ্জা করছেন স্থানীয় শিল্পী শিশির ফুলমালি।
বিকাশবাবু জানিয়েছেন, পুজো উপলক্ষ্যে মেলার আয়োজন করা হচ্ছে প্রতিবারের মত। থাকছে বির্সজনের দিন প্রায় ৫ হাজার মানুষের জন্য অন্নকূটের আয়োজনও। প্রতিবারের মত এবছরও ৩দিন ধরে চলবে লক্ষ্মী আরাধনা। তিনি বলেন, এবছর এই বারোয়ারী লক্ষ্মীপুজোর সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও তুলে ধরা হচ্ছে।
স্থানীয় প্রবীণ বাসিন্দা মধুসূদন হালদার জানিয়েছেন, আজ থেকে প্রায় ৪৮ বছর আগে এলাকার মুড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যাবসায়ীদের এবং ব্যাবসার শ্রীবৃদ্ধি কামনায় প্রায় ১২টি পরিবার একত্রিত হয়ে এই বারোয়ারী লক্ষ্মী পুজোর প্রচলন করেন। বর্তমানে প্রায় ২৬টি পরিবার এবং প্রায় ২০০ মানুষ সরাসরি যুক্ত হয়েছেন এই পুজোর সঙ্গে। তিনি জানান, বর্ধমান শহর এবং আশপাশের এলাকায় বাজেপ্রতাপপুরের তা বাজারের এই লক্ষী বারোয়ারী পুজো সব থেকে বড়ো।
উল্লেখ্য,এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়েছেন ৪নং ওয়ার্ড নাগরিক কমিটির সম্পাদক নুরুল আলম। তিনি জানিয়েছেন, ৩দিন ধরে চলা এই পুজোয় যাতে কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য তারা সতর্ক রয়েছেন।
                                                                                                                   ছবি - সুরজ প্রসাদ 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});