পল্লব ঘোষ,কালনা:হোটেলের ভিতর খোদ হোটেল মালিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনায়। মঙ্গলবার সকালে হোটেলের ভিতর থেকে মৃত দেহটি উদ্ধার করে কালনা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জেহেরুল হক (৩০)। বাড়ি আসামের বরপেটা। মৃতের ভাই আবেদ আলি বলেন, বেশ কয়েক বছর আগে কালনাতে দাদা হোটেলের ব্যাবসা শুরু করেন। হোটেলের নাম ছিলো আসাম হোটেল। স্থানীয় সূত্রে খবর,গতকাল রাতে খাওয়া দাওয়া করে জেহেরুল শুয়েছিল। আজ বেলা হয়ে গেলেও হোটেল খুলছেনা দেখে তাঁদের সন্দেহ হয়।পরে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়। কালনা হাসপাতালে মৃতদেহটির ময়না তদন্ত করে পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার জেরে কালনা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে।

