Headlines
Loading...
ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ বর্ধমান হাসপাতালে।

ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ বর্ধমান হাসপাতালে।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে । ৩ মাসের মৃত শিশুর নাম সেখ সাহেব আলি।মৃত শিশুটির বাবার বাড়ি মন্তেশ্বর থানার কুসুমগ্রামে। মায়ের বাড়ি বর্ধমান শহরের বিজয়রামে। মৃত শিশুর বাবা সেখ কদম আলি জানিয়েছেন, সোমবার জ্বর ও খিচুনির উপসর্গ নিয়ে সাহেবকে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে। তার অভিযোগ দীর্ঘক্ষণ হাসপাতালের কোনো চিকিৎসক বা নার্স শিশুটির চিকিৎসা করেননি।বারবার তাদের জানানোর পর শিশুটির দুটি হাতে চ্যানেল করার জন্য জায়গায় জায়গায় সূঁচ ফুটিয়ে রক্ত বের করে দেয় তারা। সূঁচ ফোটানোর জন্য প্রচুর রক্তক্ষরণের ফলে তাদের শিশু পুত্র আরো অসুস্থ হয়ে পড়ে।কদম আলি জানিয়েছেন, এভাবে চলার পর মঙ্গলবার সকাল সাড়ে আটটায় শিশুটির মৃত্যু হয়। এব্যাপারে হাসপাতাল সুপারের কাছে চিকিৎসার গাফিলতির অভিযোগ দায়ের করেছেন কদম আলি।তিনি এও অভিযোগ করেছেন, ছেলের চিকিৎসার জন্য ডাক্তারদের বলতে গেলে তারা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
হাসপাতাল সুপার ডা. উৎপল দাঁ জানিয়েছেন, এব্যাপারে একটি অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে দেখা হচ্ছে

 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});