ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ চলতি বছরের গোড়ায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মানুষ স্বপন দত্তের গান শুনে মুগ্ধ হয়েছিলো। তাই আবার বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানিয়েছে বর্ধমানের বহুমুখী শিল্পী স্বপন দত্তকে। আগামী ১৪অক্টবর ঢাকায় বাংলাদেশ সুফী কামাল জাতীয় অডিটরিয়াম হলে শিল্পীর অনুষ্ঠানকে ঘিরে তৈরী হয়েছে ব্যাপক উৎসাহ। বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড়ের বাসিন্দা বাউল শিল্পী স্বপন দত্ত জানিয়েছেন,এই বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন সংস্থার আমন্ত্রণ পেয়ে সেই দেশে গিয়েছিলেন। বাউল,লোক সংগীত,রবীন্দ্রসংগীত পরিবেশনের মাধ্যমে তিনি বন্ধু দেশের মন জয় করেছিলেন।
বাংলাদেশের সরকারি,বেসরকারি বিভিন্ন সংস্থা তাঁকে তখন রীতিমতো সম্মানিতও করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়,ইসকন,দি এশিয়ান এজ নিউজ মিডিয়া,ঢাকা লোকনাথ বাবা মন্দির ও আশ্রম,দি ডেইলি ষ্টার নিউজ পেপার এবং টিভি,বাংলাদেশ নির্বাচন কমিশন দপ্তর,ঢাকা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার,ঢাকা বই মেলা কমিটি,ঢাকা রামকৃষ্ণ আশ্রম,ঢাকা ডকুমেন্টারি ফিল্ম ডিভিশন সহ বহু প্রতিষ্ঠান তাঁর গান ও বহুমুখী প্রতিভার প্রশংসা করে সম্মানিত করেছে বলে স্বপন বাবু জানিয়েছেন। তাই দ্বিতীয় বার প্রতিবেশী বন্ধু দেশের কাছ থেকে সরকারি ভাবে আবার আমন্ত্রণ পেয়ে যারপরনাই খুশি শিল্পী স্বপন দত্ত।
স্বপন বাবু জানিয়েছেন,সারা বছর প্রায় বিনা পারিশ্রমিকে জেলা তথা রাজ্যের নানান প্রান্তে তিনি গান গেয়ে ঘুরে বেড়ান। উদ্দেশ্য একটাই ,সমাজের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলিকে মানুষের গোচরে আনা। তা সেটা ভোটের জন্যই হোক অথবা মিশন নির্মল বাংলার প্রচার কিংবা ডেঙ্গি রোধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। স্বপন বাবু জানিয়েছেন, তার বহুমুখী প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছ থাকে একতারা ও কলডুগি বাদ্যযন্ত্র পুরস্কার পেয়েছেন। এবারও যে তিনি তার দেশের নাম উজ্জ্বল করে প্রতিবেশী দেশের মন জয় করতে পারবেন সে ব্যাপারে আশাবাদী স্বপন বাউল।


