ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া:চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন চালক। সোমবার সকাল ১১.১২মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাট স্টেশনের কাছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব রেল কতৃপক্ষ। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকাল ৮.০৫এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে কাটোয়া ঢোকার আগে দাঁইহাট স্টেশন পার করেই হটাৎ লোকাল ট্রেনটি দাঁড়িয়ে যায়। সিগন্যাল থাকা সত্ত্বেও কি কারণে চালক ইলাবন্দ হালদার ট্রেন দাঁড় করিয়ে দিলেন তা জানার জন্য পিছন থেকে গার্ড বি রাম বারবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেন চালকের সঙ্গে। কিন্তু কোনো উত্তর না পেয়ে গাড়ি থেকে নেমে চালকের কেবিনের দিকে আসতেই ট্রেনের যাত্রীরা জানান চালক লাইনের ওপর পরে রয়েছেন। সঙ্গে সঙ্গে কয়েজন যাত্রীর সহায়তায় চালক বি রামকে নিয়ে যাওয়া হয় কাটোয়া হাসপাতালে।
পূর্ব রেলের সিপিআরও রবি মহাপাত্র জানিয়েছেন,চলন্ত ট্রেনেই অসুস্থ হয়ে মাথা ঘুরে চালক পরে গিয়েছেন। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে চালক অসুস্থ হয়ে ট্রেন থেকে পরে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। রবি মহাপাত্র জানিয়েছেন,হাওড়া-কাটোয়া লোকাল ট্রেনটিকে পুনরায় অন্য চালক ও গার্ড দিয়ে দুপুর ১২.৪৬ মিনিটে গন্তব্যের উদ্দেশে রওনা করা হয়। এই ঘটনার জন্য পরবর্তী দুটি ট্রেন তাদের নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে ছেড়েছে।

