Headlines
Loading...
চলে গেলেন বর্ধমান পাপেট থিয়েটার এণ্ড কালচারাল সেণ্টারের প্রতিষ্ঠাতা স্বপন রায়।

চলে গেলেন বর্ধমান পাপেট থিয়েটার এণ্ড কালচারাল সেণ্টারের প্রতিষ্ঠাতা স্বপন রায়।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মারণ রোগ ক্যানসার এ আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন বর্ধমান জেলার বুকে প্রথম পাপেট থিয়েটারের প্রতিষ্ঠাতা স্বপন কুমার রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৮৮ সাল থেকে তিনি বর্ধমান পাপেট থিয়েটার এণ্ড কালচারাল সেণ্টার পরিচালনা করছিলেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে ভুগছিলেন। রবিবার বর্ধমানের একটি বেসরকারী নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই ছেলে ও স্ত্রীকে। স্বপনবাবু কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ পেয়েছেন। এমনকি কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সিনিয়র ফেলোসিপও পেয়েছিলেন। কলকাতার ডল থিয়েটারের পক্ষ থেকেও স্বপনবাবুকে সম্মানিত করা হয়েছিল। আঁকার জগতেও তার যথেষ্ট খ্যাতি ছিল। তার এই মৃত্যুতে পাপেট থিয়েটারের প্রসারে ব্যাপক ক্ষতি হল বলে মন্তব্য করেছেন কলকাতার ডল থিয়েটারের কর্ণধার সুদীপ গুপ্ত
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});