ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:রবিবার মহরমের মঞ্জিল মাটির দিনে এক শিশুর অস্বাভাবিক মৃত্যুর কারণে তীব্র শোকের ছায়া নেমে এল বর্ধমান শহরের রসিকপুর এলাকায়। এই ঘটনার পরই স্থানীয় মহরম কমিটি সিদ্ধান্ত নেয় মহরমের সমস্ত তাজিয়া সহ সমস্তরকমের অনুষ্ঠান বাতিল করা হল। উল্লেখ্য, এবছর বর্ধমান শহর সহ শহরতলি এলাকায় মোট ৭৮টি মহরমের তাজিয়া বার হচ্ছে। তার মধ্যে বর্ধমানের রসিকপুর এলাকা থেকেই এবার রীতিমত জমকালো তাজিয়া সহ শোভাযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় এলাকার বাসিন্দা আব্দুর রব জানিয়েছেন, এদিন দুপুরে আচমকাই এক শিশুর মৃত্যুর খবর আসে তাঁদের কাছে। মৃত শিশুর নাম সেখ আরমান (৯)। বর্ধমানের সিএমএস হাইস্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। জ্বর ও বমি জনিতকারণে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনার পরই রসিকপুরের ঢাল কমিটি এবং রসিকপুর আখড়া কমিটির পক্ষ থেকে সমস্ত রকম অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে রাতভর জলসার অনুষ্ঠানও।

