ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার প্রায় ১০০টি সরকারী স্কুলের ২০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে পোষ্টার প্রতিযোগিতায় জয়ীদের হাতে পুরষ্কার তুলে দিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। সোমবার পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুলের ২০০ ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার চুড়ান্ত ফল প্রকাশিত হয়। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, 'ভবিষ্যতের অভিপ্রয়ান' শীর্ষক এই পোষ্টার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে এদিন আর্থিক পুরষ্কার তুলে দেওয়া হলো। দেওয়া হয় একটি করে শংসাপত্রও। আগামী ২৭ জানুয়ারী কলকাতায় অনুষ্ঠিত রাজ্য প্রতিযোগিতায় এই বিজয়ী ১২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে।
ছবি - সুরজ প্রসাদ

