Headlines
Loading...
মেমারিতে মূক বধির নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার পাড়ার জামাই।

মেমারিতে মূক বধির নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার পাড়ার জামাই।

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমরি:পূর্ব বর্ধমান জেলার মেমারিতে এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত ভাদু দুর্লভ পাড়ারই  জামাই। পুজোতে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসেছিলো সে। বাড়িতে কেউ না থাকার সুযোগে মূক ও বধির ওই নাবালিকাকে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় নাবালিকার মা ও কাকিমা ঘরে ফিরে আসায় এবং তাদের চিৎকারে পাড়ার লোকেরা ভাদু দুর্লভকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ওই নাবালিকাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়িতে একাই ছিল মূক ও বধির ওই নাবালিকা। তার মা সেই  সময় ঋনের কিস্তির টাকা জমা দিতে গিয়েছিলেন। সেই সুযোগে পুজোতে শ্বশুড়বাড়িতে বেড়াতে আসা পাড়ার জামাই ওই ব্যক্তি ঘরে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।ভাদু দুর্লভকে মেমারী থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});