ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : প্রেমিক প্রেমিকার বচসার জেরে আত্মঘাতি হল বর্ধমান রাজ কলেজের বি এ তৃতীয় বর্ষের এক ছাত্র। মৃত ছাত্রের নাম মিণ্টু মণ্ডল (২২)। বাড়ি বর্ধমান শহরের লাকুর্ডি কালিন্দীপাড়ায়। পড়াশোনার পাশাপাশি ক্যাটারিং-এর কাজও করত মিণ্টু। মৃতের ভাই বিশ্বজিত মণ্ডল জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বর্ধমান শহরের ধোকড়াশহিদ এলাকার বাসিন্দা এবং বর্ধমান মহিলা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে মিণ্টুর। দুটি পরিবারই বিষয়টি জানত এবং একে অপরের বাড়িতে যাতায়াতও করত। কিন্তু মঙ্গলবার রাত থেকেই ফোনে দুজনের মধ্যে চূড়ান্ত কথা কাটাকাটি শুরু হয়। বুধবার সকালেও ফোনে বচসার পর্ব চলতে থাকে।পাড়ার লোকে মিন্টুকে ফোন নিয়ে উত্তেজিত হয়ে কথা বলতে দেখেছে বলে জানিয়েছেন। এরপরই ঘরের মধ্যে ঢুকে মিন্টু দরজা বন্ধ করে দেয়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে মিন্টুর বাবা কাঞ্চননগরে মেয়ের শশুরবাড়িতে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর মা পাশের পুকুর ঘাটে ছিলেন। সেই সুযোগেই মিন্টু ঘরে ঢুকে বাঁশের কাঠামোয় গামছার ফাঁসে আত্মহত্যার চেষ্টা করে। মিন্টুর মামিমা জানিয়েছেন,মিন্টুর প্রেমিকা তাঁকে ফোন করে মিন্টুকে ফোনে পাচ্ছে না বলে জানায়। এরপর মেয়েকে দিয়ে মিন্টুর ঘরে ফোন দিতে গিয়ে দরজা ধাক্কা মারতেই দেখে ঝুলন্ত মিন্টুকে। আশঙ্কাজনক অবস্থায় এরপর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরী হয়েছে।

