Headlines
Loading...
বর্ধমানে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন রাজ্য মহিলা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।

বর্ধমানে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন রাজ্য মহিলা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্তমান সময়ে যেভাবে গোটা রাজ্য জুড়েই মহিলাদের ওপর নির্যাতন চলছে, তাতে মহিলাদের আর ঘরে বসে থাকার দিন নেই। প্রয়োজনে প্রতিশোধের জন্য নয়, প্রতিরোধের জন্যই মহিলারা হাতে অস্ত্র তুলে নিয়ে রাস্তায় দাঁড়াবেন, রবিবার বর্ধমানের একটি বিয়েবাড়িতে পূর্ব বর্ধমান বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বকে নিয়ে একটি বৈঠকে এই কথাগুলি বলেছেন বিজেপির রাজ্য মহিলা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি জানান, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই মহিলা নেত্রীদের এদিন দলীয় কর্মসূচী জানানো হয়েছে। তিনি জানান, প্রত্যেকটি বুথেই মহিলা মোর্চার প্রতিনিধিরা থাকবেন। তারা আশংকা করছেন, বিগত কয়েকটি নির্বাচনে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তাই এবারের পঞ্চায়েত নির্বাচনেও তার কোনো ব্যতিক্রম ঘটবে না। সেক্ষেত্রে মহিলারা প্রতিটি বুথে বুথেই শুধু নয় রাস্তাতেই থাকবে। 
                                                                                                                           ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});