Headlines
Loading...
কাঁথির সাতদিন ধরে চলা সম্প্রীতির মহরম বাসি মেলা শেষ হলো।

কাঁথির সাতদিন ধরে চলা সম্প্রীতির মহরম বাসি মেলা শেষ হলো।

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাঁথি:পূর্ব মেদিনীপুরের কাঁথির গিমাগেড়িযা মহরমবাসি মেলার আজ শেষ দিন। গত দুই অক্টোবর ঐ মেলা শুরু হয়েছিল । দীর্ঘ সাতদিন ধরে চলে এই মেলা । আজ সমাপ্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । মন্ত্রী বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য গিমাগেড়িযা মহরম বাসি মেলা সকলের কাছে প্রসংশনীয় । কাঁথির কিশোর নগর দূর্গা পূজোর মত এই মহরম বাসি মেলা  সর্ব প্রাচীন মেলার  স্বীকৃতি পেযেছে । অন্যদের মধ্যে সাংসদ শিশির অধিকারী, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হবিবুর রহমান, ও পুলিশ আধিকারিকগন উপস্থিত ছিলেন। এই মহরম বাসি মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য ধন্যবাদ জানান সাংস্কৃতিক সম্পাদক  আব্দুস সাত্তার ও মেলা কমিটির সভাপতি  সোহেব মহম্মদ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});