ফোকাস বেঙ্গল ডেস্কঃবর্ধমানে জিটি রোডে সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে শহরের জোড়ামন্দিরের কাছে। ঘটনার পরই গাড়ির চালক,খালাসি পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ লক্ষীপুরমাঠের দিক থেকে মোটর সাইকেলে বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছিলেন সুভাষপল্লির বাসিন্দা এক ব্যাক্তি। সেই সময় উল্টোদিক থেকে আসা কাটোয়া - বর্ধমান রুটের একটি বাস সরাসরি বাইক আরোহীকে ধাক্কা মারে। বাসের গতি বেশি থাকায় সামনের ডানদিকের চাকায় বাইকটি আটকে গিয়ে বেশ কিছুটা ছেঁচড়ে চলে যায়। স্থানীয় মানুষ গুরুতর জখম বাইক আরোহীকে সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরই ক্ষুদ্ধ এলাকাবাসী জিটি রোড অবরোধ করে দেয়। প্রায় ৪০মিনিট পর পুলিশের হস্তক্ষেপে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ব্যাবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ,প্রায়ই এই জায়গায় দুর্ঘটনা ঘটছে। প্রাণহানিও হচ্ছে। তবু প্রশাসন কোনো সদর্থক ব্যবস্থা গ্রহণ করছে না। প্রতিদিন জিটি রোডের দু ধরে যেখানে সেখানে রাস্তায় বাস,লরি দাঁড় করিয়ে রাখা হয়। এমনকি বাসগুলি স্টপেজ ছাড়াই যাত্রী ওঠানো,নামানো করে ইচ্ছা মতো। ফলে স্টেশন থেকে নবাবহাট পর্যন্ত জিটি রোডের সাধারণ মানুষকে প্রাণ হাতে নিয়ে রাস্তায় চলা ফেরা করতে হয়। স্থানীয় বাসিন্দা নেপাল রাউত বলেন,সম্প্রতি ফ্লাই ওভারের কাজ চলায় এমনিতেই স্টেশন মোড়ে নিত্য যানজট লেগেই থাকে। কিন্তু ওই অংশ পার করার পরই গাড়িগুলি গতিবেগ বাড়িয়ে দেয়। ফলে দুর্ঘটনার সম্ভাবনা আরো বেড়ে গেছে। খুব শীঘ্রই এই এলাকায় পুলিশ নজরদারি না বাড়ালে এই ধরণের ঘটনা আরো ঘটবে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি ট্রাফিক প্রদীপ মন্ডল,ওসি ট্রাফিক চিন্ময় মুখার্জী সহ অন্য অফিসারেরা। প্রদীপ বাবু জানিয়েছেন খুব শীঘ্রই জিটি রোডের ওপর দাঁড়িয়ে থাকা গাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ছবি - সুরজ প্রসাদ

